নিজস্ব প্রতিবেদক :: একজন আবু শাকের মোহাম্মদ তানিন খান একদিনেই তৈরি হয় নাই।
আবু শাকের মোহাম্মদ তানিন খান বাংলাদেশ আওয়ামী লীগের দূঃসময়ের একজন নেতা। তিনি সবসময় দলের জন্য কাজ করে গেছেন। আন্দোলন সংগ্রামে তার শরীরের তাজা রক্ত মিশ্রিত আছে ঢাকার রাজপথে। তিনি মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিক্ষীত কর্মী। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম দলের দূ-সময়ে চরফ্যাশন পৌরসভা আওয়ামী লীগের ১২ বছর সাধারণ সম্পাদক ছিলেন। তার বড় চাচা মরহুম বীর মুক্তিযোদ্ধা ডা:রফিকুল ইসলাম মিয়া চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন এবং স্বাধীনতা সংগ্রাম পরিষদে চরফ্যাশন উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন চরফ্যাশন উপজেলায় তাদের বাড়িটিই ছিল মুক্তি যোদ্ধাদের সমন্বয় কেন্দ্র। মুক্তি যুদ্ধ চলাকালীন একমাত্র তাদের বাড়িটিই পাক হানাদার বাহিনী জ্বালাও পোড়াও করেছিল,তার বড় চাচা চরফ্যাশন উপজেলার মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার ছিলেন। চরফ্যাশন উপজেলায় তৎকালীন অনেক স্কুল, কলেজ,মাদ্রাসা,এতিম খানা প্রতিষ্ঠার সাথে তার পরিবার সক্রিয় ভাবে জড়িত। আবু শাকের মোহাম্মদ তানিন একজন সাবেক ছাত্রনেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির দুই বার সাবেক সদস্য এক বার ও সহ-সম্পাদক ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশের তৃনমূল পর্যায়ের নেতা কর্মীদের সুখ, দুঃখ, অভিযোগ,প্রশ্ন এবং দলীয় প্রোগামের যেকোন তথ্য আদান-প্রদানের জন্য” হ্যালো পিএম” কনসেপ্ট মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার কাছে দিয়েছেন।
মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার কাছে চরফ্যাশন ও মনপুরার দলের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের একটাই দাবি ভোলা-৪(চরফ্যাশন – মনপুরা) আসন থেকে আবু শাকের মোহাম্মদ তানিনকে মনোনয়ন দিলে তৃনমূল পর্যায়ের সকল নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত হবে। চরফ্যাশন ও মনপুরা উপজেলার সর্বস্তরের জনগণের প্রানের দাবি কুর্মীবন্ধু আবু শাকের মোহাম্মদ তানিনকে মনোনয়ন দিলে হৃদয়ের রক্তক্ষরন শীতল হবে।