মো: আকাশ ইসলাম: আসতাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি’। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তার রহমতের কোলে ফিরা যাওয়ার পথ তওবা। তওবায় আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। বেশি বেশি তওবায় আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। দান করেন অসংখ্য নেয়ামত। তওবায় মহান আল্লাহ সীমাহীন খুশি হন। যে খুশির উপমা এসেছে হাদিসে। কী সেই হাদিস?
হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাঁর বান্দার তওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন, যার উট গভীর মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আবার সে তা ফিরে পায়। (বুখারি ও মুসলিম)