ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে উফশি আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৪৫০ জন প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের বিনামূলে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০জুন) বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেচ্ছা পাপড়িসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রত্যেক প্রান্তিক ও ক্ষুদ্র চাষীকে এক বিঘা জমিতে পাঁচ কেজি বীজ, দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি রাসায়নিক সার সহায়তা প্রদান করা হবে।