অনুসন্ধান ডেস্কঃ
পুরের কাপাসিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক মাদক কারবারিকে তুলে নেওয়ার সময় স্থানীয় জনতা চারজনকে আটক করে গণপিটুনি দিয়েছে। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চালা বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা এবং ওই দুই র্যাব সদস্যকে তাদের বাহিনীতে হস্তান্তর করে।
জানা যায়, স্থানীয় দুই যুবকের সহায়তায় নাদিম হোসেন (২৫) ও মো. তারেক (২৬) নামে র্যাব ৭-এর সদস্য স্থানীয় মাদক কারবারি কবির হোসেনকে জোর করে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্থানীয় দুই যুবক হাবিবুর রহমান ও মো. রবিউল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তবে কোনো কাগজপত্র দেখাতে না পারায় উত্তেজিত জনতা তাদের চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ থানায় নিয়ে র্যাব ৭-এর সঙ্গে কথা বলে তাদের দুই সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করে। পরে গতকাল শুক্রবার সকালে মাদক কারবারি কবিরকে আটক করে পুলিশ। পরে কবির, হাবিবুর ও রবিউলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে মারধরের অপরাধে একটি মামলা করে আদালতে পাঠানো হয়।
কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, চিহ্নিত মাদক কারবারি কবির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে থানা পুলিশকে না জানিয়ে অন্য এলাকায় কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক কারবারিকে ধরতে পারেন না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভাগীয় শাস্তির সুপারিশ করে তাদের বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আর অপর তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।