@সরদার রাসেল:
মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব’র সদস্য, দৈনিক বরিশালের আজকাল ও দৈনিক দিনকাল পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক স্বপন হাওলাদের উপর শুক্রবার দুপুরে স্থানীয় জেলা পরিষদ মার্কেটের সামনে হামলা চালিয়ে গুরুতর জখম করেছে মেহেন্দিগঞ্জ ও হিজলা থানার একাধিক মামলার আসামী, পৌরসভার খেজুরতলী এলাকার চিহৃিত সন্ত্রাসী জহিরুল ইসলাম টুলু। সাংবাদিক স্বপন বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।