ডেস্ক নিউজঃ
ছাতকে বাগইন শাহজালাল ইসলামী স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীদেরকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১০সেপ্টেম্বর) বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়। মিজানুর রহমান মানিক মিয়ার সভাপতিত্বে ও দবির আহমদের পরিচালনায় অনুষ্টিত বিদায় সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব সুনু মিয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান,আলহাজ্ব সুনু মিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমরান আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহির মিয়া,আব্দুল মালিক মাসুম, আব্দুল মতিন, নুর মিয়া,ইউপি সদস্য আজাদ মিয়া প্রমুখ।
সংবর্ধনা সভায় সুজন মিয়া,আহবাব মিয়া, বাচ্চু মিয়া,সুয়েব আহমদ,শাহাব উদ্দিন,সেলিম আহমদ, ফজলুল হক, সজল ধর,মানিক মিয়া সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আলহাজ্ব সুনু মিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এলাকার গুনীজন মোছাঃ সৈয়দুন নেছা, মোছাঃ শাবলাই বেগম, মাষ্টার নুর মিয়া, ডা. ছালিক মিয়া ও ডা.আব্দুল হককে সংবর্ধনা ও সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।