Thursday , 29 September 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

শায়েস্তাবাদে নাতীর হাতে দাদী খুন

অনুসন্ধান ডেস্ক: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে জোরপূর্বক টিউবওয়েল বসানোতে বাঁধা দেওয়ায় নাতির হামলায় আহত সেই দাদীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবামেক)চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম লুৎফুন্নেছা বেগম (৭৫)। শায়েস্তাবাদ ইউনিয়নের হবীনগর গ্রামের মৃত কাজেম আলীর স্ত্রী সে। স্থানীয় সূত্রে জানা গেছে,কিছুদিন পূর্বে জমিজমা বিরোধের জের ধরে স্থানীয় রাজ্জাক হাওলাদার তার চাচাদের সঙ্গে মারামারি করে। এসময়ে রাজ্জাক শেবামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। মারামারির ঘটনায় রাজ্জাক চাচাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় অভিযোগও করেন। যে কারণে সরলমনা চাচারা পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এই সুযোগে রাজ্জাক চাচাদের জমিতে জোরপূর্বক টিউবওয়েল বসাতে যায়। গত রবিবার সকাল এগারোটার দিকে রাজ্জাককে টিউবওয়েল বসাতে বাঁধা দেয় দাদী। এতে ক্ষিপ্ত হয়ে রাজ্জাক কাঠের গুড়ি দিয়ে দাদীকে পেটায়। একপর্যায়ে দাদীর হাতে ও মাথায় আঘাত লাগলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাতনী জান্নাতুল ফেরদৌস বলেন, রাজ্জাককে টিউবওয়েল বসাতে বাঁধা দেওয়ার কারণে দাদীকে কাঠের গুড়ি দিয়ে পেটানো হয়। পরে দাদীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ওই এলাকার সাবেক মেম্বার মিজানুর রহমান বলেন,নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটলেও পারিবারিকভাবে এসবের সমাধান করা হবে। এদিকে কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। তদন্ত শেষে বলতে পারবো কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, ওই বৃদ্ধার লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য