পলাশ চন্দ্র দাসঃ
বরিশাল নগরীতে এ বছর ৪৪টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উৎসব উদযাপনের প্রস্তুতি এগিয়ে চলছে পুরোদমে। মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। ব্যাস্ত সময় কাটাচ্ছে প্রতিমা শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে পূজা কমিটিগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। সরকারের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করে সুষ্ঠুভাবে সনাতন ধর্মাবলম্ভিদের শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এবছর দুর্গা আসছেন গজে চড়ে, যাবেন নৌকায়। শষ্যপূর্ণ বসুন্ধরায় ভরে উঠবে দেশ এ প্রত্যাশায় সনাতন ধর্মবলম্বীরা আয়োজককারীরা জানায়, আগামী এক অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এর পরেই শুরু হবে রং তুলির কাজ। আয়োজকরাও ব্যস্ত সফলভাবে পূজা আয়োজনের কাজে। তবে বৈশ্বিক পরিস্থতি বিবেচনা করে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আলোকসজ্জার পরিধি কমিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি নিচ্ছে কমিটিগুলো। প্রতিমাশিল্পীরা জানিয়েছেন, প্রয়োজনীয় উপকরণের মূল্য বাড়লেও সে তুলনায় বাড়েনি তাদের মজুরী। মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ও তাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজার সকল পস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিমা কারিগর রুপক পাল বলেন, এ বছর সরঞ্জামাদির মূল্য বেশি থাকায় আমাদের মজুরী সঠিকভাবে পাচ্ছি না। এর পরেও মা দুর্গার আগমে আমাদের উৎসবের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছি। পূজা উদযাপন কমিটি যে টাকা দিবে তাতেই আমরা সন্তুষ্ঠ। বরিশাল নগরীর ভাটিখানা পূজা কমিটি সাধারন সম্পাদক কার্তিক দত্ত বলেন পূজা উপলক্ষে আমাদের প্রত্যাশা, পূজাটা যেন সুন্দর সুষ্ঠুভাবে উঠাতে পারি এবং সবাইকে নিয়ে আনন্দ করতে পারি।তবে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে বিসিসির ৭নংওয়ার্ড কাউন্সিলর ২ নং প্যানেল মেয়র এ্যাড রফিকুল ইসলাম খোকন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কাউনিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবছরও প্রতিটি পুজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হবে, আর সবগুলো পূজা মন্ডপকে কঠোর নিরাপত্তার আওতায় নিতে সাদা ও পোষাকধারী পুলিশ সদস্যদের সাথে প্রায় ১০হাজারের বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবে।আশাকরি শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের মধ্য দিয়ে হিন্দুধর্মাবলম্বিরা দুর্গাপূজা পালন করবেন