নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৩ আগস্ট বুধবার সকাল ১০ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বরিশালের আয়োজনে টিটিসির কনফারেন্স রুমে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারী ও পিডিও কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল
শহিদুল ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ বরিশাল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গোলাম কবির, অধ্যক্ষ, অধ্যক্ষ বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল আহমেদ আল ইমরান, সিনিয়র সহকারী কমিশনার বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল মোঃ নজরুল ইসলাম, সহকারী পরিচালক জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস মোঃ শাহাবুদ্দিনসহ আরও অনেকে উপস্থিত
ছিলেন। শুরুতে বরিশাল টিটিসির বিভিন্ন বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অতিথিরা বরিশাল থেকে প্রাক্-বহির্গমন প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে টিটিসি প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ২টি ফল গাছের চারা রোপণ করেন।