পটুয়াখালী প্রতিনিধি। আসন্ন পবিত্র ঈদ-উল আযাহা উদযাপনসহ পশুর হাট, ঈদের জামায়েত, অবৈধ পশুর হাট, পশু চামরা ক্রয়, লবন স্বল্পতা সরবরাহসহ কভিড-১৯ তৃতীয় পর্যায়ে জন-সাধারণকে মাক্স ব্যবহার নিশ্চিত করা এবং সার্বিক ঈদ যাত্রী সাধারণের বাড়ি ফেরা বিষয়ে উপজেলা প্রশাসন সকল ব্যবসায়ী প্রতিনিধি ও জনপ্রতিনিধিসহ পৌরসভার ঈদ কেন্দ্রীক সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ইউ, এন, ও সভা কার্যলয়ে এক জরুরী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার আশিষ কুমার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. কাজী আবদুল মমিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক প্রমুখ। সভায় নানা বিষয়ে সর্তকতাসহ পবিত্র ঈদুল আযাহকে শান্তি পরিবেশে অনুষ্ঠিত করার সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।