পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ সোহাগ মৃধা (২২) নামক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত একই গ্রামের সুলতান মৃধার ছেলে।
থানা পুলিশ জানায়, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক কামরুল হাসান ইমন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ মৃধার টিনের বসত ঘরে তল্লাশি চালালে দ্বীতিয়তলা থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, আটককৃতর বিরুদ্ধে একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে।