Tuesday , 13 September 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

ভোলায় নেতা-কর্মীদের মতবিনিময় সভায় তোফায়েল আহমেদ ॥ বিবৃতির জন্য যদি নোবেল প্রাইজ দিতে হয় তাহলে ফখরুল ইসলাম আলমগীরকেই দিতে হবে

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে কখনো নির্দলীয় সরকার আর হবে না। কারো কথায় নির্বাচন কমিশন বাতিল করা হবে না। কারণ নির্বাচন কমিশন হয়েছে একটা নিয়মের মধ্যদিয়ে। সার্চ কমিটি বাছাই করে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ধন্যবাদ দেয়া উচিত। অন্তত বিবৃতি দিয়ে দলটিকে টিকিয়ে রেখেছেন। বিবৃতির জন্য যদি নোবেল প্রাইজ দিতে হয় তাহলে ফখরুল ইসলাম আলমগীরকেই দিতে হবে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি হওয়ার নির্দেশ দিয়ে বলেন, প্রত্যেকটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। সকল নেতা কর্মীদের সক্রিয় ভাবে দলের জন্য কাজ করার আহবান জানান।
এসময় তিনি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বলেন, সাজেদা চৌধুরীর মৃত্যুতে দেশবাসী বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক এবং মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠককে হারালো। সাজেদা চৌধুরীর বাংলাদেশ আওয়ামীলীগের জন্য অনেক অবদান রয়েছে। বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান রা ক্ষমতায় তখন মহিউদ্দিন সাহেব সভাপতি সাজেদা চৌধুরী ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসাবে পুনরায় আওয়ামীলীগকে সক্রিয় করেছেন। গাত-প্রগিাত এর মধ্যে দিয়ে ১৯৮৩ সালে আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। সুতরাং সাজেদা চৌধুরী আওয়ামীলীগের একজন বড় নেতা ছিলেন। তিনি আওয়ামীলীগের একজন আদর্শবান নেতা ছিলেন। তার অবদান আমরা চিরদিন শ্রদ্ধা বরে স্বরন করবো। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মতবিনিময় সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম এর সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর, ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন হাওলাদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক আরজু, এছাড়াও স্থানীয় আওয়ামীগের পৌরসভাসহ ১৩ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বরিশাল মেডিকেলে ছাত্রীকে র‍্যাগিং: সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা

চরকাউয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা করার অভিযোগ।

বাকেরগঞ্জে নবাগত পুলিশ সুপারের থানা পরিদর্শন ও মতবিনিময়

কীর্তনখোলা নদীতে রাতের আধারে চলছে ইলিশ নিধন, অভিযান নিয়ে জনমনে প্রশ্ন !

নিখোঁজ নারীর সন্ধান মিললো অজগরের পেটে !

সাবেক পানি সম্পাদ প্রতিমন্ত্রীর ইন্তেকাল

শ্রী মৎ স্বামী দয়ানন্দ অবধূত এর অলৌকিক ঘটনা

পেঁয়াজের দাম নিয়ন্তণে ভোক্তা অধিদপ্তরের কঠোর তদারকি

বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের বরিশাল আগমনে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিকরা।

ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে :- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি