জিহাদ হোসেন ::: বরিশাল নগরীর ১১নং ওয়ার্ডস্থ ত্রিশ গোডাউন এলাকায় কীর্তনখোলা নদীতে রাতের আধারে কারেন্ট জাল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ঝাকে ঝাকে নৌকা, ধরা হচ্ছে ইলিশ। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে কি করছে প্রশাসন।
যেখানে সরকার মা ইলিশ রক্ষায় (৭ অক্টোবর) থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এই ২২দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারজাত ও পরিবহন আইনত দন্ডনীয় অপরাধ ঘোষণা দিয়েছে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে সারা দেশের নদ-নদীতে অভিযান শুরু করেছে প্রশাসন। তবে তার কোনো তোয়াক্কা না করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, চাঁদমারী বঙ্গবন্ধু কলোনির কিছু অসাধু জেলে রাতের আধারে অবৈধ কারেন্ট জাল ব্যবহার দিয়ে নদী থেকে ইলিশ মাছ নিধন করছে।জানা গেছে- ওই এলাকার কিছু লোক এই ইলিশ সংরক্ষণ মৌসুমে জন্য বেশ কিছু কারেন্ট জাল মজুদ করে রাখে। ছদ্মবেশে যাওয়া প্রতিবেদককে সুমি নামে এক নারী বলেন- আমি এই মৌসুমের জন্য প্রায় অনেক টাকার কারেন্ট জাল কিনেছি। আমার এলাকায় কিছু ছোট ভাইদের দিয়ে আমি দুই একটা মাছ ধরাই। ওরাও দুই টাকা পায় আমিও দুই টাকা পাই। এই এলাকায় প্রায় ৩০/৪০ টি মাছ ধরার ডিঙ্গি নৌকা রয়েছে। প্রতিবেদক তাকে তখন প্রশ্ন করে, পুলিশ কিছু বলেনা আপা, উত্তরে তিনি বলেন আমাদের লোকজন আছে এদিকে কেউ আসলে আমরা আগেই খবর পাই।’’
এ বিষয়ে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জলিল বলেন- বিষয়টা আমার জানা ছিলো না। তবে এমন টা যদি করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’