নিজস্ব প্রতিবেদক // চরকাউয়া ইউনিয়ন বাহেরচর গ্রামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কর্ণকাঠী বাহেরচর গ্রামের আলমগীর হাওলাদারের পুত্র শুভ হাওলাদার (২০) নামে এক যুবক আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়একটি সূত্রে জানা যায়, কিছুদিন আগে, আলমগীর হাওলাদারের বড়ো ছেলে মাসুদ ও মেয়ের সাথে, ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় বড়ো ভাইয়ের হাতে মারধরের শিকার হয়েছে শুভ। এরই জের ধরে (২০ আগষ্ট) রাত আনুমানিক ৮ টার সময় নিজ ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান (আসাদ) জানান বিষয়টি শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে পোস্ট মার্ডামের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যদি কেউ মামলা করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।