মুন্সীগঞ্জে বিনামূল্যে ওষুধ বিতরণ. পুকুরে মাছের পোনা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন।
মুন্সীগঞ্জর জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। জেলা সদরে মিরকাদিম পৌরসভার গোয়াঘুর্নি প্রাথমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রালেরে আয়োজনে শুক্রবার সকালে গোয়লঘুর্নি এলাকায় একটি পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্তর মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী এই কর্মসূচির শুরু করে। পরে নানা ধরনের ঔষধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও পবিত্র কোরআন শরীফ, জায়নামাজ, তবজি ইত্যাদি মিরকাদিম পৌরসভার গোস্তান এলাকায় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়। এই বিনামূল্যে ওষুধ সেবা প্রদান করেন ঢাকা থেকে আসা দশ জন ডাক্তার ও দশ জন নার্স সারা দিনব্যাপী মোট ৫শতাধিক ফ্রি ঔষধ বিতরন করা এই সময় উপস্থিত ছিলেন, জুবাইদা নাজনিন চৌধুরী, ফারহানা ফেরদৌস, মোঃ রেজাউল করিম খান, রোমেলা ইয়াসমিন তারিনা, মাহবুব, নিরুপমা নাজিম সুমা, মতিউর রহমান,মিরকাদিম পৌর সভা১নংওয়ার্ড কাউন্সিলর, আব্দুল জলিল মাদবর, সংগঠক মহিউদ্দিন লিটন, আকিব হাসান সিফান, আরিফ আহাম্মেদ সাগরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।