মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাজীপুর মহানগর গাছা থানার মামলা নং ১১(০৯)২২, ধারা ৩৮০ পেনাল কোড, ছয়দানা এলাকায় শাহান শাহ টেলিকম এর বিকাশের দোকানে ৫০,০০০/- পঞ্চাশ হাজার টাকা চুরির ঘটনার সহিত জড়িত ১ জনকে আটক করেছে গাছা থানা পুলিশ। ঘটনা মামলা সুত্রে জানা যায় বিকাশ দোকান থেকে ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকা একটি চোর চক্রে সক্রিয় সদস্য চুরি করে পালিয়ে যায়। এ বিষয়ে দোকান মালিক গাছা থানায় একটি মামলা দায়ের করেন।গত ৯ ই সেপ্টেম্বর ২০২২ ই তারিখ রাতে গাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম এর নির্দেশনায় চৌকস পুলিশ অফিসার এস আই রাজীব হোসেন এর নেতৃত্বে ও চৌকস অফিসার এ এস আই মোঃ দেলোয়ার হোসেনের সহযোগিতায় সঙ্গীয় ফোর্স সহ তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামী মোঃ বাদল (৩৫), পিতা মোঃ সিরাজ মিয়া সাং ছয়দানা, থানা গাছা, জিএমপি,গাজীপুর কে আটক করতে সক্ষম হন। অভিযান পরিচালনার সময় চোরাইকৃত নগদ ৫০,০০০/- (পঞ্চাশ) হাজার টাকা উদ্ধার করা হয়।