নিজস্ব প্রতিবেদক /// বরিশাল জেলা বাস- মিনিবাস -মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়ন দুই কমিটি বাতিল করা হয়েছে।
একই সাথে ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব থাকা কমিটিকে মামলার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
গত বুধবার(১৫জুন) বরিশাল শ্রম আদালতের এক আদেশে এ দায়িত্ব দেয়া হয়। একই আদেশে পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শাহারিয়ার বাবু কমিটির উপর নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে এবং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ বাতিল ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ শ্রম আদালতের চেয়ারম্যান শাহানাজ সুলতানা এ আদেশ দেন।
বৃহস্পতিবার মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যডভোকেট সেলিনা আক্তার ও কামরুজ্জামান জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁরা বলেন, আদালতে আদেশে ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়ন কমিটিকে মামলার বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। তাঁরা আরো বলেন, পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক শাহারিয়ার বাবু ইউনিয়নের সদস্য নয় মর্মে, তাদের সদস্য পদ বাতিল এবং তাদের কমিটি অবৈধ বলে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, বরিশাল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি সুলতান মাহামুদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু এবং পরিমল চন্দ্র দাস ও শাহারিয়ার বাবু কমিটি স্থগিত চেয়ে গত বছরের ২৫ অক্টোবর খুলনা শ্রম আদালতে জামাল হোসেন নামের এক শ্রমিক বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তিতে মামলাটি বরিশালে বদলি করা হয়।
মামলার বাদী জামাল হোসেন বলেন, ২০১৭ সাল থেকে ২০২০ সালের দায়িত্বে থাকা কমিটিকে ইউনিয়ন পরিচালনা করার জন্য আদেশ দিয়েছেন আদালত। এই আদেশ বলে এই কমিটি এখন থেকে শ্রমিক ইউনিয়ন কার্যক্রম পরিচালনা করবেন।
উল্লেখ্য, মামলা চলমান থাকা অবস্থায় জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের পরিমল চন্দ্র দাস সভাপতি ও শাহারিয়ার বাবুকে সাধারণ সম্পাদক করে ১৭ বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি ইউনিয়নে নেতৃত্ব দেয়ার লক্ষে বিভিন্ন সময় বাস টার্মিনালে সংঘাতে জড়িয়ে পড়েন দু পক্ষ।