পিরোজপুর প্রতিনিধি: আগামী ১২ অক্টোবর অনুষ্ঠেয় আসন্ন পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ইন্দুরকানীতে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য জেলা পরিষদ সদস্য প্রার্থী শেখ আবুল কালাম আজাদ ইমরান। আজ বুধবার দুপুরে তার নিজ এলাকা পশ্চিম চরবলেশ্বর গ্রামে জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেন তিনি। বালিপাড়া ইউনিয়ন আ. লীগের সাংগঠনিক সম্পাদক এ আহসান হিরনের সঞ্চলনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবুল কালাম আজাদ ইমরান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহীন গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এম এম ওবায়দুল্লাহ,১ নং পাড়েরহাট ইউনিয়নের ইউপি সদস্য হাফেজ মাওঃ আবুল বাশার,ইউপি সদস্য আলী হায়দার, ২ নং পত্তাশী ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর কাজী,৩ নং বালিপাড়া ইউনিয়নের ইউপি সদস্য এস এম মনিরুজ্জামান, ইউপি সদস্য কে এম আল-শাহারিয়ার,৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ইউপি সদস্য আবুল বাশার,ইউপি সদস্য মজনু হোসেন রনি,মুক্তিযোদ্ধা দেলোয়ার ফকির প্রমুখ। এ সময়ে বিভিন্ন জনপ্রতিনিধি তাদের বক্তব্যে বলেন, ইমরান ভাই একজন ভাল মনের মানুষ। তিনি সদালাপী। জেলা পরিষদের সদস্য হিসেবে এলাকায় তিনি এর আগে বেশ কিছু উন্নয়ন মুলক কাজ করেছেন। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে আমরা দলমত নির্বিশেষে এ উপজেলা থেকে একজন যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করব। আবুল কালাম আজাদ ইমরান বলেন, আমি জেলা পরিষদের সদস্য হিসেবে বিগত ৫ বছর এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজ করেছি। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও আমি আপনাদের সাথে ছিলাম। আমাকে যদি পুনরায় আপনাদের মহা মুল্যবান ভোট প্রদান করে জেলা পরিষদ সদস্য নির্বাচিত করেন তাহলে অন্যান্য উপজেলার চাইতে এ এলাকায় জন্য আরো বেশি উন্নয়ন করতে পারব । মত বিনিময় শেষে দুপরের মধ্যাহ্ন ভোজের পরে তার ব্যক্তিগত পক্ষ থেকে উপস্থিত প্রত্যেক জন প্রতিনিধির হাতে উপহার সামগ্রী তুলে দেন তিনি।