স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার ৩০ সেপ্টেম্বর বরিশাল রেঞ্জ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান এর ভোলা জেলায় আগমন উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। এ সময় ভোলা পুলিশ অফিসার্স মেসে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল রেঞ্জ ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।