স্টাফ রিপোর্টারঃ
অবশেষে ভোলার পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুদকের
একটি টীম এই অভিয়ান পরিচালনা করে।
ভোলার পাসপোর্ট অফিসের দূর্নীতি ও অনিয়ম নিয়ে দৈনিক আজকের ভোলা পত্রিকায় একাধিক
নিউজ প্রকাশিত হয়েছে। অবশেষে দুদক ভোলার পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে।
ভুক্তভোগী ও সচেতন মহল এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, ভোলা পাসপোর্ট
অফিসের দূর্নীতি বহুদিনের। সাধারণ মানুষ এই অফিসের অসাধু কর্মকর্তাদের দ্বারা অনেক হয়রানির
শিকার হচ্ছে। টাকা ছাড়া পাসপোর্ট করতে পারছে না কেউ। অফিসটি ভোলা শহর থেকে অনেক দূরে
এবং প্যাচের মধ্যে হওয়ায় সেবা প্রত্যাশীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এই সেবামূলক প্রতিষ্ঠানটি
শহরের প্রাণকেন্দ্রে হলে মানুষ সঠিক সেবা পেতো বলে সচেতন মহল মনে করেন। তবে দুদক যে
অভিযান চালিয়েছে এটি যাতে লোক দেখানো না হয় এবং অভিযুক্ত কর্মকর্তা ও দালালদের শনাক্ত
করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং এই অভিযান ধারাবাহিক পরিচালনা করার দাবী তাদের।