নিজস্ব প্রতিবেদনঃ
সংবাদ প্রকাশের জের ধরে বিএমএসএফ বরিশালের সদস্য, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দপ্তর সম্পাদক, দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এম.আর শুভ কে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা কুপিয়েছে। সোমবার (২৪ জুলাই) পত্রিকার কাজ শেষ করে রাত ২টার দিকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুভ অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে নগরীর রুপাতলী উকিল বাড়ি সড়কে নিজ বাসায় ফেরার পথে, উকিলবাড়ি সড়কের মাঝখানে পৌঁছলে, ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে আক্রমণ করে এবং এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তার ডাক-চিৎকার শুনে, তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বরিশাল বিএমএসএফ। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানায় বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।