ডেক্সরিপোর্ট: ট্রলির নিচে চাপা পড়ে যশোরের মনিরাপুরে গোবিন্দ নামের এক যুবক নিহত হয়েছে।
এই মাত্র সড়ক র্দূঘটনায় গোবিন্দ (৪৫) নামের এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। ৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার বটতলা নামক স্থানে মাছের খাবার বুঝাই ট্রলির নিচে চাপা পড়ে মারা যান গোবিন্দ। গোবিন্দ এর বাড়ি উপজেলার কোমলপুর গ্রামে।