নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী পূজা রানী গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার ১৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার বেলিব্রীজ সংলগ্ন রানিপুকুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতারা হলেন—জেলার মান্দা উপজেলার সতিহাটের ঢেপড়া গ্ৰামের রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ (৩৬) ও তার ছয় বছরের ছেলে রাধাকান্ত।
বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ।
নিহতের স্বজনরা বলেন, উপজেলার শিকারপুর শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিহত রথীন্দ্রনাথ তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাদেরকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী পূজারানী গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ওই মোটরসাইকেলের থাকা চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই।