📝মহেশপুর প্রতিনিধি,
—————- খালিদ হাসান
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের তরুণ শিক্ষিত উদ্যোক্তা সাইদুর রহমান শখ করে স্বল্প পুঁজিতে অধিক মুনাফা পাওয়ার আশায় তার ৩৩ শতাংশ জমিতে থাইল্যান্ড ভেরিয়েন্ট বুলেট কিং, নামক তরমুজের যাতটি চাষ করেন। খুব অল্প সময়ে সফলতার মুখ দেখেন সাইদুর রহমান।
তরুণ কৃষক সাইদুর রহমান বলেন চারা রোপণের ২৫ দিনের মাথায় তার, তরমুজের ফল আসা শুরু করে। এবং ৫০ দিনের মাথায় ফসল উত্তোলন করে বাজারজাত করা শুরু করে। অসময়ে তরমুজ চাষের ভালো ফলন এবং ভাল দাম পেয়ে খুশি কৃষক সাইদুর রহমান।
তার ৩৩ শতাংশ জমিতে খরচ হয়েছে ৪০হাজার টাকা। এবং এই প্রযন্ত ১ লক্ষ ২০ হাজার টাকা তরমুজ বিক্রি করেছে, এমন দাম থাকলে ১ লক্ষ ৮০ থেকে ২ লক্ষ টাকার বিক্রি করতে পারবেন বলে আশা করছেন কৃষক। তার সফলতা দেখে তরমুজ চাষে ঝুঁকছে এলাকা তরুণ বেকার যুবকেরা। কৃষির প্রতি তাদের বাড়ছে ভালোবাসা।
তরুণ কৃষক সাইদুর রহমান ২০১৮ সালে মালয়েশিয়া, থেকে মাস্টার্স শেষ করে বাড়িতে ফিরে এসে, কৃষি অফিসারের কাছ থেকে, ট্রেনিং নিয়ে যুক্ত হয় আধুনিক কৃষির সাথে।পড়াশোনা শেষ করে কৃষিতে আসার পথটা সহজ ছিল না তার।সমাজে নানা মানুষের নানা সমালোচনার শিকার হয়েছেন শিক্ষিত তরুন কৃষক সাইদুর রহমান। এক সময় যে মানুষগুলো তাকে নিয়ে করতো সমালোচনা,আজ তারাই তাকে উৎসাহ প্রদান করছে।
আধুনিক কৃষক,সাইদুর রহমান তরুণ বেকার শিক্ষিত বেকারদের উদ্দেশ্যে বলেন। পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ঘুরে নিজে উদ্যোক্তা হয়ে আধুনিক কৃষির সাথে সম্পৃক্ত হয়ে সফলতা অর্জন করা সম্ভব। আরো বলেন পড়াশোনা করে শুধু চাকরি করতে হবে আমাদেরকে এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে। নিজে উদ্যোক্তা হতে পারলে আরো বেকারদের কর্মসংস্থানের সুযোগ হবে এতে করে দেশের অর্থনীতি সচল হবে।কৃষক সাইদুর রহমান তরুন কৃষকদের সার্বিক সহযোগিতায় পাশে থাকতে চান।
কৃষক, সাইদুর রহমানঃ- 01314690194