পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর উদ্দ্যেগে শীত বস্র বিতরন সম্পন্ন হয়েছে।
বরিশাল নগরীতে শীতার্ত অসহায় মানুষের মাঝে একটু উষ্ণতার ছোঁয়া পৌঁছে দিতে সহায়তার আপন হাত বাড়ালো লাভ ফর ফ্রেন্ডস । ২১ শে ডিসেম্বর বুধবার বিকাল ৫ ঘটিকায় বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড হরিনাফুলিয়া জামিয়া এমদাদিয়া মাদ্রাসার সম্মুখে শীত বস্র বিতরন করা হয়। জামিয়া এমদাদিয়া মাদরাসার অসহায় ও এতিম ছাত্রদের মাঝে কম্বল,মুজা এবং কানটুপি শীতের উপহার হিসেবে প্রদান করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের মুফতি জনাব মুজিবুর রহমান, পারভেজ সিকদার প্রতিষ্ঠাতা সভাপতি লাভ ফর ফ্রেন্ডস, ইন্জিনিয়ার জিহাদ রানা সাধারন সম্পাদক, সদস্য শাহাদাত হোসেন রনি সহ আরও সদস্যবৃন্দ।
এ সময়ে আয়োজক এবং সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন,২০১৭ সাল থেকেই অসহায় এবং সুবিধা বন্ঞিত মানুষের জন্য অবিরাম কাজ করে চলছে সংগঠনটি,শীত বস্র বিতরনের মাধ্যমে এই কোমল শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে গর্ব লাগছে। সকলের সহযোগিতার মাধ্যমে এমন আয়োজন করা সম্ভব হয়েছে,কৃতজ্ঞতা রইলো সবার প্রতি মানবিক কর্মকাণ্ডে সামিল হওয়াতে।