স্টাফ রিপোর্টারঃভোলায় গ্রামীণ অসহায় বেকার-অস্বচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩০ দিন ব্যাপী প্রশিক্ষন শেষে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সোমবার সকালে ভোলা শহররে গ্রামীন জন উন্নয়ন সংস্থার হল রুমে (জিজেইউএস) এর বাস্তবায়নে ও(পিকেএসএফ) অর্থিক সহযোগীতায় মাস ব্যাপী এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরন করা হয়।
সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন মহিনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার কর্মসূচি পরিচালক হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন, সংস্থার লিগ্যাল এডভোকেসি ও পরিচালক এডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন হিসাব ও অর্থবিভাগের অতিরিক্ত পরিচালক মোস্তফা কামাল।
এসময় বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেলাই মেশিনের মাধ্যমে গ্রামীন মহিলারা আরো আত্মনির্ভরশীল হবেন এবং তাদের পরিবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। দেশের প্রতিটি এলাকায় নারীরা যেন নিজেদের পায়ে দাড়াতে পারে সেজন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করছেন সরকার। নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে মনে করেন বক্তরা। প্রশিক্ষনার্থীদের তৈরিকৃত পোশাক পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আর ফারুক সহ সংস্থার নির্বাহী পরিচালকসহ অন্যান্য সদস্যবৃন্দ।