স্টাফ রিপোর্টারঃ ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সরকারি ভাবে সল্প খরচে ডোপ টেস্ট শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে ২.৩০মিনিট পর্যন্ত এই টেস্ট চালু থাকবে বলে জানিয়েছেন, ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ লোকমান হাকিম। এতে অনেক ভোগান্তির হাত থেকে রেহাই পাবে সাধারন জনগন। ভোলায় এর আগে একটি মাত্র প্রাইভেট ডায়াগনস্টিক এই ডোপ টেস্ট করা হতো। ভোলা সদর হাসপাতাল (২৫০ শয্যা জেনারেল হাসপাতাল) এর ল্যাবরেটরি মেডিসিন বিভাগ ও ব্লাড ব্যাংকের ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান এই প্রথম ভোলা সদর হাসপাতালে সরকারিভাবে ডোপ টেস্ট চালু হয়েছে। এর আগে বেসরকারিভাবে ২/১টি ডায়াগনস্টিক এই টেস্টটি করা হয় যার মুল্য ৪০০০-৪৫০০ টাকা। সরকারি চাকুরি, ডাইভিং লাইসেন্সসহ বিভিন্ন কাজের জন্য এই ডোপ টেষ্টের প্রয়োজন পরে। ভোলা ২৫০ শয্যা জোনারেল হাসপাতালে এই টেস্ট করতে সরকারি ফি মাত্র ৯০০ টাকা। তবে শুধু এই ডোপ টেস্ট করার জন্য ১টি হাসপাতালের টিকেট কিনা লাগবে। ভোলা সদর হাসপাতালে সরকারিভাবে টেস্ট এই ডোপ টেস্ট চালু হওয়ার ধন্যবাদ জানিয়েছেন অনেকে। তামিম নামের এক চাকুরী প্রত্যাশি জানায় গত মাসে তাদের এক বন্ধু ভুমি অফিসে চাকরি পায়। তখন এই ডোপ টেস্ট করার জন্য একটি বেসরকারি ডায়াগনস্টিক এ যেতে হয়, এই টেস্ট এর জন্য ৪০০০ টাকা খরচ হয়। যদি তখন সদর হাসপাতালে এই টেস্ট চালু থাকতো তাহলে অনেক টাকা খরচের হাত থেকে বেচে যেত।