মাদারীপুরর ডাসারে তাইজুল ইসলাম নামে এক আওয়ামীলীগ কর্মীকে অবগত না করেই শ্রমিক দলের কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে আজ (২৮ জুন) মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে মোঃ তাইজুল ইসলাম জানান, বিগত এক বছর আগে তিনি বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। এরপরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে ডাসার উপজেলা আওয়ামীলীগে যোগ দেন। তিনি বর্তমানে ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেনের হাত ধরে রাজনীতিতে সক্রিয় আছেন। গত ২৬/০৬/২০২২ তারিখে মো: তাজুল ইসলাম কে ডাসার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে কতিপয় একটি মহল। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে, তিনি বিব্রত বোধ করেন। ইতিমধ্যে তিনি লিখিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগ করেছেন। তিনি কোনভাবে তার সমর্থন করেন না। অনুমতি না নিয়ে নাম অন্তর্ভুক্ত করায় তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরও জানান, উদ্দেশ্যমূলকভাবে হেয় প্রতিপন্ন, মান ক্ষুণ্ন ও বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এ কমিটিতে নাম দেওয়া হয়েছে। এ ধরনের ঘৃণ্য ও জঘন্যতম কাজ ভবিষ্যতে না করার জন্য অনুরোধ করেন তিনি। মোঃতাইজুল ইসলাম বর্তমানে মুজিব আদর্শের একজন কর্মী হিসেবে ডাসার উপজেলা আওয়ামীলীগে কাজ করছেন। এ বিষয়ে মোঃতাইজুল ইসলাম মুঠোফোনে জানান, তাকে এবং ডাসার উপজেলা আওয়ামীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু কুচক্রী মহল তৎপর আছেন।এরই ধারাহিকতায় আমাকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন আলাপ- আলোচনা ছাড়াই না জানিয়ে একটি মনগড়া কমিটি গঠন করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।