মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আবহমানকাল থেকেই পূজাকে ঘিরে মণ্ডপের সৌন্দর্যবর্ধন ও প্রতিমার সৌন্দর্যবর্ধন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এক নীরব প্রতিযোগিতা চলে আসছে। দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বক্ষণিক নজরদারির আওতায় আনতে ব্যতিক্রম উদ্যােগ নেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন খান হিমু। তিনি পৌরসভার চরহোগলা ও খরকি ওয়ার্ডের দুইটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা উপহার হিসেবে দেন। এছাড়াও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। চরহোগলার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও মধ্য খরকী শ্রী রাধে গোবিন্দ মন্দিরে রোববার (০২ অক্টোবর ) সিসি ক্যামেরা গুলো বিতরণ করেন হেমায়েত উদ্দীন খান হিমু। এ সময় পূজা মণ্ডপ পরিদর্শনে আয়োজকদের সাথে কুশল বিনিময় করেন, শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে ও আনন্দের মাঝে পালিত হয় তার জন্য আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। স্থানীয়রা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এসব ক্যামেরা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে।