স্টাফ রিপোর্টারঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ভোলা জেলার ডিসির (জেলা প্রশাসক) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাফরুজা ইয়াসমিন, ব্যবসায়ী সমিতির সভাপতি কায়কোবাদ মিয়া প্রমূখ।
উক্ত সভায় বক্তারা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সমস্যা সমাধান বিষয়ক তথ্য তুলে ধরেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এসময় জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন, বাংলাদেশ বির্নিমানে যারা কাজ করছি সবাইকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যেটা জনকল্যাণের জন্য কাজ সেটাই করতে হবে। আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে বলবেন। তিনি আরও বলেন, এ জেলার মানুষ যাতে শান্তিতে থাকে সে লক্ষে বিভিন্ন অপরাধ দমনে কাজ করতে চাই। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাই কে মিলেমিশে কাজ করতে হবে।