নিজস্ব প্রতিবেদকঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি’র মুখপাত্র মাসিক “গণমাধ্যম” আজ ১৩ অক্টোবর মঙ্গলবার বিকাল তিনটায় সাংগঠনের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ভোরের চেতনার সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম। সংগঠনের সহ-সভাপতি শেখ মোঃ ওবাইদুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, যুগ্ন সম্পাদক ও গণমাধ্যম প্রকাশের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জামান, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু, সাংগঠনিক সম্পাদক হাসান আলম সুমন, সদস্য মোঃ ফারুক হোসেন বাপ্পি, মোঃ ইমরান হোসেন সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য বলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি আগামী দিনের সারা বাংলাদেশে একটি অরাজনৈতিক এবং সাংবাদিকদের দুঃসময়ের পাশে দাঁড়ানোর মত একটি সাহসী সংগঠন হিসেবে তৈরি হবে। তৃণমূল সাংবাদিকদের সর্বোচ্চ সাহসিকতার ভূমিকায় থাকবে সম্মিলিত সাংবাদিক পরিষদ। সংগঠনের মুখপাত্র মাসিক গণমাধ্যম হবে সাংবাদিকদের সকল সংবাদ প্রকাশের একটি মূল মাধ্যম। সংগঠনের সাথে দৈনিক ভোরের চেতনা পরিবার সার্বক্ষণিক সাথে থাকবে।