মোঃ হুসাইন আহমেদ, কালিগঞ্জ ঝিনাইদহ।
সিলেটের শ্রীমঙ্গল থেকে তিন মাসের এক শিশু চুরি করে ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ে আসেন এক দম্পতি। ১১ই সেপ্টেম্বর রোজ রবিবার সন্ধ্যায় শিশুটি চুরি করে ঢাকার একটি বাস থেকে কালিগঞ্জ ঘিঘাটি এলাকায় নামেন তারা। স্থানীয়দেরকে তারা মিথ্যা বলেন যে এই সন্তান তাদের । পরবর্তীতে স্থানীয়দের চাপের কারণে তারা স্বীকার করেন যে তারা বাচ্চাটি চুরি করে এনেছেন। তারপর স্থানীয়রা ওই দম্পতিকে আটকে রেখে পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে উদ্ধার করে এবং সেই দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হলেন শিমুল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিন খাতুন তারা কালীগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা বলেন এ ঘটনার আগেও এই দম্পতি মোবাইলসহ বিভিন্ন জিনিস চুরি করে ধরা পড়েছেন। কিন্তু কিছুদিন পরেই তারা আবার ছাড়া পেয়ে যান। পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী শ্রীমঙ্গল এলাকায় যোগাযোগ করেন। এ ঘটনায় রবিবার রাতেই শ্রীমঙ্গল থানায় একটি জিডি করেন শিশুটির মা । ১২ই সেপ্টেম্বর রোজ সোমবার শিশুটির মা ও শ্রীমঙ্গল থানার পুলিশ এসে কালীগঞ্জ থানা পুলিশের কাছ থেকে আটককৃতদের শ্রীমঙ্গলে নিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় এক মহিলা বলেন আমার দাবি বাচ্চাটা যেন সঠিকভাবে তার বাবা-মায়ের কাছে পৌঁছায় এবং আমি একজন মা হিসাবে দাবি করছি আসামিদেরকে যেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
কালীগঞ্জ থানার এসআই ভবতোষ কুমার জানান সোমবার বিকেলে শিশু ও দুই আসামিকে শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।