পলাশ চন্দ্র দাসঃ স্টাফ রিপোর্টার/শরতের শুভ্র আকাশে সাদা মেঘের ভেলা,শরতের শিউলী ফুলের সুগন্ধ মনকে করে বিমোহিত আর কাশফুলের দোলায়। দোলা মনকে করে দোলায়িত,এমনি এক মনোরঞ্জিত সময় মনকে আরো আন্দোলিত করে বাঙালীর প্রানের উৎসব শারদউৎসব। নেচে উঠে প্রতিটি বাঙালি জাতির সনাতনধর্মীদের মন। বরিশাল নগরীতে ৪৫ টি মণ্ডপে দুর্গা পূজা শুরু হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ২নং প্যানেল মেয়র এ্যাড রফিকুল ইসলাম খোকন জানান। শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। আসা করি শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন হবে। এ জন্য প্রতিটি মন্দিরে ২০ জন করে সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। বিভিন্ন মন্দির কমিটির সাথে কথা বলে জানা গেছে মন্দিরে ঢাকের বাজনার পাশাপাশি চলে ধর্মীয় গান। ভক্তরা মন্দিরে মন্দিরে ভিড় করেন। তারা করোনাকালীন পরিস্থিতিতে আর্থিক এবং শিক্ষায় পিছিয়ে পড়া ক্ষতি কাটিয়ে উঠতে মা দুর্গার কৃপা কামনা করেন। এছাড়া করোনায় মৃতদের আত্মার শান্তি এবং দেশ ও জাতীর মঙ্গল কামনায় মা দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জেলা ও মহানগরীর মন্দিরগুলো সাঁজানো হয়েছে নবসাঁজে। নগরীর ভাটিখানা মন্দিরের পুরোহীত জানান, কার্তিক গনেশ সহ সকল প্রতীমার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ষোল পূজার মাধ্যমে করানো হয় বিশেষ স্নান। এ সময় ভক্তরা অঞ্জলী প্রদান এবং প্রসাদ গ্রহণ করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কোতয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, বন্দর ও কোতয়ালি মডেল থানা এলাকা মিলিয়ে অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ রয়েছে ১১টি। সেই পূজা মণ্ডপ গুলোতে ৫ জন করে পুলিশ রয়েছেন পাশাপাশি পুলিশ সদস্যদের সহায়তা করবে আনসার সদস্যরাও।তিনি বলেন মহানগরের সকল পূজা মণ্ডপেই মোবাইল টিম থাকবে। পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে। আমরা মাদকের বিরুদ্ধে বেশ শক্ত অবস্থানে রয়েছি। জেলা ও মহানগরীর সবগুলো পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন আইন শৃঙ্খলা বাহিনী।