পলাশ চন্দ্র দাসঃ
বরিশাল মহানগর বিএনপি ৭ নং ওয়ার্ড নবগঠিত কমিটি বাতিলের দাবীতে সাবেক ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের মিছিলে বর্তমান আহবায়ক কমিটির সদস্যরা লাঠি সোঠা দিয়ে হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নেওয়া সহ পিঠিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয় এসয় লাঠির বাড়িতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সাবেক বিএনপি নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতা কর্মীরা দাবী করেন। বুধবার (১২) অক্টোবর বিকালে আহবায়ক কমিটিতে বঞ্চিত মহানগর ৭ নং ওয়ার্ডের নেতা কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্দ উপেক্ষা করে অবৈধ পকেট কমিটি বাতিলের দাবীতে ওয়ার্ডের সাবেক বিএনপি পদবঞ্চিত সাবেক সভাপতি আঃ ছালাম খান, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খান নাসির,শ্রমিকদল ওয়ার্ড সভাপতি মোঃ তারেক ও আবুল কালাম সহ প্রায় শতাধিক নেতা কর্মী ভাটিখানা থেকে মিছিল বেড় করার চেষ্টা করে।
এসময় বর্তমান ৭ নং ওয়ার্ড মহানগর বিএনপি আহবায়ক কমিটির সমর্থিত ২০ থেকে ২৫ জন সদস্য ও কর্মীরা বিভিন্ন ধরনের লাঠিসোঠা নিয়ে মিছিলে হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে উপর্যপুরি মিছিলকারীদের পিঠিয়ে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। হামলার সময় এলাকার ভিতর এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পরে। এসময় বিভিন্ন পথচারিরা বিভিন্ন দিকে ছুটাছুটি করে সড়কের পাশে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপদ আশ্রয় নিতে দেখা যায়।