রিপন রানা,বরিশাল:: গাঁজার একটি চালান বরিশালের মাদক ব্যবসায়ীর কাছে পৌছে দিতে শিশুদের দিয়ে অভিনব পদ্ধতি অবলম্বন করেও ডিবির হাত থেকে রক্ষায় হয়নি দুই ব্যক্তির। গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা (ডিবি পুলিশের) অভিযানে দুই কেজি গাঁজা সহ দু’জনকে আটক করা হয়। উপ-পরিদর্শক (এসআই) মো. ছানোয়ার হোসেনের নেতৃত্বে,অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশেরএ এস আই মো.জামাল হোসেন প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। শনিবার (২৮আগষ্ট) দুপুর আনুমানিক ১১:৪৫ ঘটিকা সময় কোতয়ালী মডেল থানাধীন ২৪নং ওয়ার্ডস্থ রূপাতলী হাউজিং বাজারের নগর প্লাজা মার্কেটের সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ সজিব হাওলাদার, (২২) পিতাঃ মৃত নজরুল ইসলাম হাওলাদার, মাতা মোসাঃ রেহানা বেগম, সাং-পূর্ব আখর কান্দী জসিম বালা মেম্বারের বাড়ী, থানা সখিপুর, জেলা শরিয়তপুর ও শিশু শরীফ হোসেন বেপারী (১৬), পিতা- মোঃ অলি উদ্দিন বেপারী,মাতাঃ বিলকিস বেগম, সাং- বাহেরচর, বেপারী বাড়ী, বড় জালিয়া হিজলা।। এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় ডিবি পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।