পলাশ চন্দ্র দাসঃ
আজ ভোর রাতে বেঁজে উঠেছে গায়ে শিহরণ জাগানো সেই শুর ত্রিভুবনে মেতে উঠেছে মহা-মায়ার আগমনীর বার্তা। যাগো তুমি যাগো, যাগো দুর্গা যাগো দশপ্রহরণধারিনী। আজ মহাপূজার পূর্ণ লগ্ন মহালয়ার মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতনধর্মীয়দের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পুজা। অসুর বিনাশিনী সর্বজয়া দেবী মহামায়ার শুভাগমনে প্রতি বছরের ন্যায় এ বছরেও দেবী দুর্গা গজে আগমন করিবেন নৌকায় গমন করিবেন। ৮ আশ্বিন ১৪২৯ বাংলা,২৫ সেপ্টেম্বর ২০২২,ইং রবিবার শুভ মহালয়া নবরাত্রি ব্রত আরাম্ব।১৩ আশ্বিন,৩০ সেপ্টেম্বর- শুক্রবার মহাপঞ্চমী পূজা, ১৪ আশ্বিন, ১ অক্টোবর- শনিবার মহাষষ্ঠী পূজা।
১৫ আশ্বিন ২অক্টোবর-রবিবার মহা সপ্তমী পূজা,১৬ আশ্বিন, ৩ অক্টোবর – সোমবার মহা অষ্ঠমী পূজা ১৭ আশ্বিন, ৪ অক্টোবর-মঙ্গলবার মহা নবমী পূজা, ও বিজয় দশমী-১৮ আশ্বিন, ৫ অক্টোবর-বুধবার। ১৩ আশ্বিন১৪২৯, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার, দেবীর বোধন পুজার মধ্যে দিয়ে শুরু হবে। ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গা পূজা ডাক,ঢোল,শঙ্কেঁ, তালে মুখরিতো হবে প্রতিটি পূজা মন্ডপ। ৫ অক্টোবর বুধবার সিদুর খেলা ও বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব । দুর্গা পূজার সময় আমরা দেখতে পাই মা দুর্গা ত্রিশুল, দারা মহিষাসুরকে বধ করেছেন। দুর্গা দেবীর রুপে মোহিত হয়ে অসুর যতই তাঁর দিকে ধাবিক হচ্ছে, ততই তাঁর হাতের সুতীক্ষ্ণ ত্রিশুল অসুরের বক্ষে বিদ্ভ হতে থাকে।