বাকেরগঞ্জে ৫৯ গৃহহীন পরিবারকে গৃহ ও দলিলপত্র হস্তান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক সারাদেশের ন্যায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর এবং দলিল প্রদান করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় বাকেরগঞ্জ উপজেলা হলরুমে উদ্বোধন অনুষ্ঠানে ৫৯ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর এবং দলিল প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, সহকারী কমিশনার ভূমি, আবুজর মোঃ ইজাজুল হক অফিসার ইনচার্জ আলাউদ্দিন উপজেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন জাতীয় পার্টি নেতা অধ্যাপক শহিদুল ইসলাম হাইওলাদার ও বিপ্লব মিত্র সহ সকল সকল সুবিধাভোগীরা এসময় সকল সুবিধা ভুগি দের হাতে ঘরের চাবি ও দলিল দেওয়া হয়েছে।