চরফ্যাশন প্রতিনিধিঃ
পাঁচদিনেও সন্ধান মেলেনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মাষ্টারের বাসার ১৩ বছরের কাজের মেয়ে বাবা মা হারা এলমা বেগমের। নিখোঁজ হওয়ার প্রকৃত ঘটনা অনুসন্ধান করে জানা যায় গত ১০ অক্টোবর ২০২২ ইং তারিখে আবুল কাশেম মাষ্টার এর স্ত্রী কর্তৃক কাজের মেয়ে এলমাকে অমানবিক নির্যাতন করে পরিত্যক্ত রুমের মধ্যে আটকে রাখেন। পরবর্তী সময়ে নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে তারা পাবলিক প্লেসে এসে বলাবলি করেন আমাদের বাড়ি থেকে কাজের মেয়ে এলমা বেগম জামা-কাপড় নিয়ে পালিয়ে গিয়েছেন। এই বলে দক্ষিণ আইচা থানায় একটি অভিযোগ করেন। এবিষয়ে বাসার আশে পাশের লোকজন বলতেছেন ভিন্ন কথা এর আগেও নাকি অনেকবার এলমাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। কিন্তু এলমা তাদের বাড়ি থেকে কোথাও বের হয়ে যায়নি। কারন এলমার বাবা-মা সহ আত্মীয়-স্বজন কাহারো কোন খোঁজখবর নেই। এখন তারা বলতেছেন এলমা জামাকাপড় নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। কোথায় যাবে এলমা?কে আছে তার? বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন সত্যিই কি এলমা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে? নাকি এলমা কে নির্যাতন করে …