কৃষক বাঁচাও – দেশ বাঁচাও” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে ইউনিয়ন ও পৌর শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকাল ১০ টায় বাংলাদেশ কৃষক লীগ গলাচিপা উপজেলা শাখা আহ্বায়ক কমিটির আয়োজনে উপজেলা আওয়ামী লীগ অফিস কক্ষে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় নতুন করে প্রাথমিক সদস্য সংগ্রহ শুরু করা হয়। কৃষক লীগের উপজেলা আহ্বায়ক মসিউল ইসলাম রুবেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো.ফিরোজ আহম্মেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো,উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো.মোফাজ্জল হোসেন মাসুদ,উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সমির দেবনাথ,ও সহ দপ্তর সম্পাদক মো.সাহিন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ অংঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাবেক কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সদস্য বৃন্দ। পরে আওয়ামী লীগ সভাপতি সন্তোষ দে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।