চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ লিটার চোলাই মদসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে।
পুলিশ জানায়, রবিবার (১২ জুন) দুপুর ১টায় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পশ্চিম ধোপাছড়ি (পরান জুরানী) ভেট্টা সওদাগর ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ ওই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. আক্তার হোসেন (১৯) কে আটক করে।
একই দিন দিবাগত রাত দেড়টায় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে ৮৪০ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার উখিয়া বালুখালি-২ মনোয়ারঘোনা অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প নং-১২, ব্লক-জে-১৬) আব্দুল সোবাহানের ছেলে আহম্মদ কবির (২২) কে আটক করে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে চন্দনাইশ থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৮৪০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাইমদ সহ ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।