কাহারোলে শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত
দিনাজপুরের কাহারোল উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে সারাদেশের ন্যয় ৫ আগষ্ট শুক্রবার উপজেলা সম্মেলন কক্ষে কেক কেটে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীরমুক্তি যোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী দ্বীন ব্যাপি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।এছারাও উপজেলার বিভিন্ন মসজিদ মন্দিরে গির্জায় বিশেষ মুনাজাত. দোয়া ও প্রার্থনা করা হয়।
এসময় উপজেলা প্রসাশনের সকল দপ্তরের কর্মকর্তা.রাজনৈতিক ব্যাক্তিবর্গ.সুধিজন.সাংবাদিকবৃন্দ.শিক্ষকবৃন্দ. সাংস্কৃতিক ব্যক্তিত্য সহ সকলের সমন্বয়ে আলোচনা সভা ও শেখ কামালের তাতপর্য তুলে ধরে এসময় বক্তব্য রাখেন উপজেলা অনির্বাহী অফিসার মনিরুল হাসান.মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মৌসুমী আক্তার. উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা.অফিসার ইনচার্জ মোঃ রোইছ উদ্দীন.সমাজ সেবা অফিসার.রাজিব কুমার বাগচী.প্রাণী সম্পদ কর্মকর্তা রায়হান আলী. প্রাথমিক শিক্ষা মোঃ শাহাজান আলী. মহিলা বিষয়ক কর্মকর্তা.আফশানা মোস্তারী.বাংলাদেশ আওয়ামীলীগ কাহারোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।