শরীফ শাওন ডাসার (মাদারীপুর)আজ ৮ই আগস্ট বাঙালির গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামের নেপথ্যের সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিন। এ উপলক্ষে ডাসারে ‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা শীর্ষক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় ডাসার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিক, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, সরকারি শেখ হাসিনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা, শশিকর কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক শরীফ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল তালুকদার, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ডাসার উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এসময় উপস্থিত বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভা শেষে দুপুরে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।