নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই রেস্তোরাঁ ও কসমেটিকস দোকানকে ২০হাজার টাকা জরিমানা করেছেন আত্রাই উপজেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নওগাঁ। আজ বুধবার (১৭ আগস্ট) নওগাঁ জেলার আত্রাই উপজেলায় বিহারী পুর এলাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেন অভিযানটি পরিচালনা করেন। তদারকিকালে সহকারী কমিশনার (ভূমি) ১টি রেস্তোরাঁকে অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদ বিহীন পাউরুটি সংরক্ষণ এর অপরাধে ১৫ হাজার টাকা এবং সহকারী পরিচালক কর্তৃক ১টি কসমেটিকস এর দোকানকে অবৈধ প্রসাধনী বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। অভিযানটিতে সহযোগীতা করেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, এনএসআই এর একটি টিম এবং আত্রাই থানা পুলিশের একটি চৌকষ টিম। নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামীম হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে