আরিফুর রহমান মাদারীপুর: মাদারীপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের মাদারীপুর জেলা ও সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আছমত আলী খান কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। পাঁচখোলা ইউপি মেম্বার কাজী বেলায়েত রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুর ইউপি চেয়ারম্যান সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান রায়হান কবির, যুবলীগ নেতা নাঈম খান, ইউপি সদস্য শাহাবুদ্দিন সরদার, বিনু হাওলাদারসহ অনেকেই। সভায় রক্তারা দেশের উন্নয়নে মেম্বারদের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও মেম্বারদের বিভিন্ন সুযোগ সুবিধা, সম্মানী ভাতাসহ নানা দাবী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আগামীতে মেম্বাররা আরো অগ্রনী ভ‚মিকা পালন করতে পারবে বলে আজকের এই সম্মেলনের মূল উদ্দেশ্য। মেম্বারদের বর্তমান মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির লক্ষ্যে আগামীতে মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেবেন বলে আশ^স্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সভায় ৮ সদস্য বিশিষ্ট মাদারীপুর জেলা কমিটির আহবায়ক কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট মাদারীপুর সদর উপজেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হোসেন আলী মাস্টার এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না মেম্বার। জেলার আহবায়ক কমিটির সদস্যরা হলেন সভাপতি মো: মাসুদুর রহমান, সহ সভাপতি মোঃ ফিরোজ মুন্সী, সাধারণ সম্পাদক খন্দকার রেজাউল, যুগ্ম সম্পাদক মোঃ রুবেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ মোল্যা, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন শেখ, মহিলা সম্পাদক মৌসুমী খান ও প্রচার সম্পাদক মোঃ তাইজুল ইসলাম। সদর উপজেলা কমিটির সদস্যরা হলেন সভাপতি কাজী বেলায়েত রানা, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ বেপারী ও মহিলা সম্পাদিকা মোছা: লাইজু আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন খোয়াজপুর ইউপি সদস্য মাসুদুর রহমান।