সোহেল শিকদার।। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা কমিটি গঠন, সভাপতি ফেরদৌস ও সম্পাদক সুজন।
আমাদের অর্থনীতি রাজৈর প্রতিনিধি মোঃ ফেরদাউস হোসাইন সভাপতি ও ডেল্টা টাইমসের মাদারীপুর প্রতিনিধি সুজন হোসেন রিফাত কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট মফস্বল সাংবাদিক ফোরাম
(বি এম এস এফ) এর রাজৈর উপজেলা কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১ আগস্ট) সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ) এর ১০ ম প্রতিষ্ঠা বার্ষিক ও রাজৈর উপজেলা দ্বী-বার্ষিক কাউন্সিলের মাদারীপুর জেলা আহবায়ক গাউছ-উর-রহমান ও সদস্য সচিব মোঃ আবুল খায়ের খান স্বাক্ষরিত আমাদের অর্থনীতি রাজৈর প্রতিনিধি মো. ফেরদাউস হোসাইন সভাপতি ও ডেল্টা টাইমস মাদারীপুর প্রতিনিধি সুজন হোসেন রিফাত কে সাধারন সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি, দৈনিক গনমুক্তি পত্রিকার রাজৈর প্রতিনিধি মো. শাওন করিম, সহ সভাপতি বঙ্গজননী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোক্তার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক CIN বাংলা টিভি স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, যুগ্ন-সাধারন সম্পাদক দৈনিক গনকন্ঠ রাজৈর প্রতিনিধি মোঃ সোহেল শিকদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকা রিপোর্ট প্রত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহেল , অর্থ সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার রাজৈর প্রতিনিধি আবু নাঈম, দপ্তর সম্পাদক দি মনিং গ্লোরি রাজৈর প্রতিনিধি আশিক আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক চৌকষ পত্রিকার রাজৈর প্রতিনিধি আলী শেখ, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার রাজৈর প্রতিনিধি সাদিয়া সাদী, কার্যকরী সদস্য দৈনিক আলোচিত বার্তা প্রতিনিধি মোঃ রিয়াজ ফকির ও দৈনিক আজকের প্রভাত প্রতিনিধি এমারত হোসেন।
মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়, সমস্যা ও সম্ভবনা নিয়ে সংগঠনটি কাজ করে যাবে বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।