সাহেবের হাটে ফের চায়ের দোকান চুরি, মামলা দায়ের, আটক-
২ নিজস্ব প্রতিবেদক//
বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী সাহেবের হাট বাজারে ফের দোকান চুরি সংঘটিত হয়েছে। বন্দর থানায় অজ্ঞাতনামা রেখে একটি চুরি মামলা দায়ের করেছে দোকানদার। যার নং -১২/২২। সে মামলায় দুইজনকে আটক করেছে বন্দর থানা পুলিশ। আটককৃতরা হলেন, বিশারদ গ্রামের বাসিন্দা মোঃ শাহীন হাওলাদার, দোকানদার সুদংশ। গতকাল রবিবার রাত ৩ টা ২৮ মিনিটে চোরায় চুরি করেছে বলে প্রমান মিলেছে সিসি ক্যামেরার ভিডিওতে। এঘটনা বন্দর থানায় অবহিত করা হলে গতকাল সোমবার সাহেবের হাট বাজারের পাহারাদার মোঃ মুনসুর, ও শাহীনকে পুলিশ আটক করে। পরে পাহারদারকে জিজ্ঞাসাবাদ করে ছেরে দেওয়া হয়েছে। চোরাই মালামাল ক্রয় করার অপরাধে সাহেবের হাট চৌমাথার মুদি দোকানদার সুদংশকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে বর্তমানে দুইজন আটক রয়েছে। এদিকে বাজারের প্রধান রোডে চায়ের দোকান চুরি হওয়ান দোকানদার আবুল কালাম মামলা দায়ের করেছে। চুরি হয়ে যাওয়া দোকানদার আবুল কালাম জানান, আমার দোকানের তালা ভেঙ্গে বিভিন্ন জিনিসপত্র, সিকারেট, নগত ২০০০ টাকা চুরি করে নেয় চোরা। এরপূর্বেও বাজারটিতে বেশ কয়েকটি দোকান চুরি হয়েছে। বাজারে প্রায় ৮ শত দোকানীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছে। বাজার ব্যবসায়ীরা বার চুরি হওয়ায় মূর্তিমান আতংকে পরেছে।