মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ::মেহেন্দিগঞ্জ সীমান্তবর্তী হিজলা উপজেলার ৬নং ধূলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে তালা ভেঙ্গে নতুন তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় প্রতিপক্ষ জোড়া খুনের আসামী শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও একাধিক হত্যা মামলার আসামি কালাম বেপারির লোকজনসহ মেহেন্দিগঞ্জ,হিজলা ও ভোলার ভাড়াটিয়া কিছু সন্ত্রাসী দিয়ে কার্যালয়ের তালা ভেঙ্গে অফিস কক্ষের ভিতরে প্রবেশ করেন বলে প্রত্যক্ষদর্শী দোকানদার হাবিব আকন ও মোঃ হুমায়ূন জানান। সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও আলিগঞ্জ বাজারের সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা আমির সরদার, মাইনুল সরদারসহ তারেক বেপারী, সাইফুল চৌকিদার,সুমন বেপারি, আখি মেম্বার ৩০/৩৫ জন লোক নিয়ে ধুলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় অফিসটির তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেন। কিছু সময় অবস্থান করার পর তারা চলে যায়। পরবর্তীতে তাদেরই একজন এসে অফিসটি নতুন তালা মেরে রেখে যায়। মেহেন্দিগঞ্জ- হিজলা উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৪ আসনে ক্ষমতাসীন দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে আছে। এক গ্রুপের নেতৃত্বে আছেন সাংসদ পংকজ নাথ অপর গ্রুপটি বরিশাল জেলা কমিটির সমর্থনপুষ্ট। শনিবার যারা হামলা করে কার্যালয়টিতে নতুন তালা ঝুলিয়েছে তারা স্থানীয় এমপি গ্রুপের লোকজন বলে এলাকাবাসী জানান। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ধূলখোলা ইউনিয়নের চেয়ারম্যান ও হিজলা উপজেলা আওয়ামীলীগের ত্রান ও পূনর্বাসন সম্পাদক জামাল ঢালী সাংবাদিকদের জানান, মেহেন্দিগঞ্জ থানার দারোগা রফিক ও দারোগা শাহিন শনিবার বিকাল সাড়ে ৩ টায় আলিগঞ্জ বাজারে আসার কিছুক্ষন পর অফিস দখলকারী ব্যক্তিরা বাজারে আসে। তারা কালাম বেপারির যেন ভবনে অবস্থান করে। সন্ধ্যায় বাজারের লোকজন মাগরিবের নামাজে যায় সেই সুযোগে তারা কার্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে। বিষয়টি তিনি মেহেন্দিগঞ্জ থানা ও হিজলা থানাসহ দলীয় উর্ধতন নেতাদের অবহিত করেছেন। এছাড়া হিজলা উপজেলা আওয়ামীলীগের সদস্য ও আলিগঞ্জের বাসিন্দা মোঃ তসলিম মাঝি বলেন, অফিসে হামলাকারীরা বেশির ভাগই স্থানীয় বিএনপির নেতাকর্মী। তবে তাদের মদদে ছিলেন, আওয়ামীলীগের কিছু লোকজন। এরা জোড়া খুনের আসামী।