বরিশালের বাকেরগঞ্জে ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক। ২৫ সে জুন শনিবার বেলা ১১ টায় তিনি উপজেলার কবাই ইউনিয়নের কারখানা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়ে এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক বলেন, নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১ ধারা লঙ্ঘন করায় আটককৃত ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের হানুয়া গ্রামের খলিল মোল্লার পুত্র রিয়াজ মোল্লা(৩২) কে দুই মাস, রঙ্গশ্রী ইউনিয়নের সাহেব আলী হাওলাদারের পুত্র হাফিজুর রহমান (২৮) কে এক মাসের ও বানারীপাড়া থানার সাতকানিয়া গ্রামের আরশেদ আলী খানের পুত্র মোঃ আবু সালেহ (৬০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।