Wednesday , 15 June 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

ভোলা চরফ্যাশনে চরমাদ্রাজে রাসেল দেওয়ান ইউপি সদস্য নির্বাচিত।।

  1. বিশেষ প্রতিনিধি ॥বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল বুধবার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬৩২ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মো রাসেল হোসেন দেওয়ান। নির্বাচনে তার প্রতিদ্বন্ধী প্রার্থী টিউব ওয়েল প্রতীকের আবুদল লতিফ তোতা পেয়েছেন ৩৬২ ভোট। নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.শফিকুল ইসলাম ভোট গ্রহন ও গননা শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন।
    গতকাল বুধবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। এদিকে শান্তিপুর্ন ভোট গ্রহনের লক্ষ্যে কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এছাড়া সুন্দর ও শান্তিপুর্ন ভোট গ্রহনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান,সহকারি কমিশনার আব্দুল মতিন খান ও চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া ভোট কেন্দ্রে সার্বক্ষনিক টহলে ছিলেন।
    উল্লেখ্য’৪নম্বর ওয়ার্ড ইউপি সদস্য লুৎফুর রহমান দেওয়ানের মৃত্যু জনিত কারণে পদটি শুন্য হলে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।
শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ১৬০০ টাকা না দেওয়ায়,আড়ৎদার ছাত্র নেতা সুজনের হাতে বৃদ্ধ খুন!

সাংবাদিক নোমানীর ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধনিরাম গ্ৰামে ধরলা নদীর ভাঙন।কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বন্যা-পরবর্তী ধরলা নদীর তীব্র ভাঙনে কয়েকটি গ্রামের আয়তন কমে আসছে। আড়াই মাসে নদীতে বিলীন হয়েছে ১২০ বিঘা ফসলি জমি, যাতায়াতের রাস্তা ও শতাধিক বসতভিটা। হুমকিতে রয়েছে তিন শতাধিক পরিবার। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল ও বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম ও পশ্চিম ধনিরাম গ্ৰামে ধরলা নদীতে বেশি ভাঙন দেখা দিয়েছে। ধরলার ভাঙনের তীব্রতা বাড়ায় স্থানীয় বাসিন্দাদের বসতবাড়ি, যাতায়াতের রাস্তা ও ফসলি জমি বিলীন হচ্ছে। নিঃস্ব হচ্ছে হাজার হাজার মানুষ। অনেকের বসতভিটা ভেঙে যাওয়ার তারা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে। চর গোরকমণ্ডল গ্রামে ইতিমধ্যে বালারহাট-ফুলবাড়ী সড়কের প্রায় ৩০০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। ভাঙনের হুমকির মুখে পড়েছে তিন শতাধিক পরিবার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয়দের। পূর্ব ধনিরাম গ্রামের সিরাজুল ইসলাম, মতিয়ার, ছাইফুল, মজিবর রহমান ও মোস্তফা সরকার বলেন, ‘ধরলার ভাঙনে সর্বস্বান্ত হয়ে পড়েছি। এক সপ্তাহে গ্রামের ছয়জনের বসতবাড়ি নদীতে চলে গেছে। আমাদের যাতায়াতের দুই কিলোমিটার কাঁচা রাস্তা নদীতে বিলীন হয়েছে। এখন জমির আইল দিয়ে উপজেলা সদরসহ হাটবাজারে যাতায়াত করতে হচ্ছে।’ পূর্ব ধনিরাম গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাছুমা আকতার বলে, ‘আমাদের বিদ্যালয়টি নদীতে ভেঙে গেলে আমরা কোথায় পড়াশোনা করব?’ পশ্চিম ধনিরাম গ্ৰামের নূর মোহাম্মদ বলেন, ‘আমার সাত বিঘা ফসলি জমি ছিল। তাতে চাষাবাদ করে সংসার চালাতাম। ভাঙনে সব জমি নদীতে বিলীন হয়েছে।’ এ প্রসঙ্গে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন, চর গোরকমণ্ডল এলাকার ভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্যের সুপারিশসহ কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) পাঠানো হয়েছে।এর পরিপ্রেক্ষিতে পাউবো ২০০ জিও ব্যাগ দিয়েছে, যা দিয়ে ভাঙন রোধ করা সম্ভব হয়নি। এ বিষয়ে কুড়িগ্রামের পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ধরলা ও তিস্তা নদীর যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে, ওই সব এলাকা পরিদর্শন করে নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ধরলার কিছু কিছু এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ চলমানও রয়েছে।

ভোলায় জমে উঠেছে কুরবানীর পশুর হাট।। দাম বেশী হওয়ায় বেচা-কেনা কম

রইচ উদ্দিন জেলার শ্রেষ্ঠ ও.সি নির্বাচিত। ওসমান গনি

বরগুনার বেতাগীতে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ১ শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে বিতর্কিত অধ্যক্ষের পক্ষে মানববন্ধন পন্ড !

ভোলায় ইলিশ শিকারের দায়ে ৪৭ জেলের জেল-জরিমানা

৯ ঘন্টা পর আদমজী ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

বীর মুক্তিযোদ্ধা, শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত