-
বিশেষ প্রতিনিধি ॥বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গতকাল বুধবার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬৩২ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মো রাসেল হোসেন দেওয়ান। নির্বাচনে তার প্রতিদ্বন্ধী প্রার্থী টিউব ওয়েল প্রতীকের আবুদল লতিফ তোতা পেয়েছেন ৩৬২ ভোট। নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো.শফিকুল ইসলাম ভোট গ্রহন ও গননা শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। এদিকে শান্তিপুর্ন ভোট গ্রহনের লক্ষ্যে কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। এছাড়া সুন্দর ও শান্তিপুর্ন ভোট গ্রহনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান,সহকারি কমিশনার আব্দুল মতিন খান ও চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া ভোট কেন্দ্রে সার্বক্ষনিক টহলে ছিলেন।
উল্লেখ্য’৪নম্বর ওয়ার্ড ইউপি সদস্য লুৎফুর রহমান দেওয়ানের মৃত্যু জনিত কারণে পদটি শুন্য হলে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।