Tuesday , 21 June 2022 | [bangla_date]
  1. Development By Sahon Srabon
  2. অন্যান্য
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরির খবর
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শোকাহত
  11. সারাদেশ

পটুয়াখালীর দুমকিতে বিতর্কিত অধ্যক্ষের পক্ষে মানববন্ধন পন্ড !

পটুয়াখালীর দুমকির আজিজ আহম্মেদ কলেজের বিতর্কিত অধ্যক্ষ্য বিতর্কিত অধ্যক্ষ আহসানুল হক (কবির)’র পক্ষে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ করতে গেলে স্থানীয় জনসাধারণ ও পুলিশ প্রশাসনের তোপের মূখে পরে অনির্ধারিত কর্মসূচী পন্ড হয়ে গেছে। দুমকি উপজেলার স্থানীয় গণমাধ্যম এর পাঠানো তথ্যে জানা ২১ জুন মঙ্গলবার দুপুর ১২টায় পটুয়াখালীর মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে এ ঘটনাটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করেছে। সীমাহীন অনিয়ম-দূর্ণীতি, অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারীর অভিযোগে বিতর্কিত অধ্যক্ষ আহসানুল হক (কবির)’র বিরুদ্ধে সম্প্রতি সংবাদ সম্মেলন ও বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে খবর ছাপা হলে এর প্রতিবাদে কলেজটির সাধারণ শিক্ষার্থীদের ক্লাশ বন্ধ রেখে বিক্ষোভ মানববন্ধনে বাধ্য করা হয়। আজিজ আহম্মেদ কলেজের এইচএসসি ২য়বর্ষের শিক্ষার্থী মো. বেলাল হোসেন জানায়, প্রিন্সিপাল স্যার প্রত্যেক ক্লাশে ক্লাশে গিয়ে ছাত্র-ছাত্রীদের মানববন্ধনে যেতে নির্দেশ দিয়েছেন । এ ছাড়াও কয়েকজন শিক্ষক তাদের ক্লাশ থেকে রাস্তায় মানববন্ধনে যেতে হবে বলে ডেকে আনেন। তবে কি কারণে এ বিক্ষোভ মানববন্ধন তার কিছুই জানেননা বলে একাদশ শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ আল-আমীন এবং জেসমিন, মরিয়ম আক্তার বিথি, সুব্রত, মারিয়া আক্তার মুন্নি, টুম্পাসহ বলেন, অধ্যক্ষ স্যারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ প্রচারের প্রতিবাদ জানানোর জন্য মানববন্ধন হবে তাই ক্লাস বন্ধ রেখে সকল ছাত্র-ছাত্রীদের মানববন্ধনে উপস্থিত থাকতে নির্দেশ দেন। এদিকে মুরাদিয়ার বাসিন্দা বিক্ষুব্ধ ছাত্র অভিভাবক মো. সুলতান মুন্সী, রাহাত চাকলাদার, ফিরোজ সিকদার, ফোরকান , আবদুল কুদ্দুস (কালু) মোল্লাসহ কয়েকজন অভিযোগ করে বলেন, অসৎ দূর্ণীতিবাজ অধ্যক্ষের অপকর্ম ঢাকতে ক্লাশ বন্ধ রেখে সাধারণ শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে কলেজের ভাবমূর্তি নস্ট করা হচ্ছে এবং ব্যক্তি স্বার্থে অধ্যক্ষ ও তার দোষররা শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করায় তারা প্রতিবাদ করেছে। শতাধিক অভিভাবকসহ এলাকাবাসীর তোপের মুখে মানববন্ধন পন্ড হয়ে যায়। এতে উত্তেজনার সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পুলিশ এসে ছাত্র-ছাত্রীদের ক্লাশে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগের প্রসঙ্গে অধ্যক্ষ আহসানুল হক বলেন, সম্প্রতি আমাকে হেয়প্রতিপন্ন ও সন্মানহানী করতে মিথ্যে রটনা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিত্তিহীন খবর প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীরা স্ব-উদ্যোগেই মানববন্ধনে নেমেছে। তাদেরকে কেউ বাধ্য করেনি। দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে কোন পক্ষ এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিসেস বদরুন্নাহার ইয়াসমিন বলেন, ক্লাশ সময়ে অধ্যক্ষ তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে মানববন্ধন করাতে পারেন না। মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজে এটি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-ইমরান বলেন, কোন ক্রমেই ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ বিক্ষোভ বা সমাবেশে বাধ্য করতে পারেন না। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বরিশালে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়

ঢাকায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে সাড়ে৮টায় বায়তুল মোকাররম মসজিদেঅনুষ্ঠিত হবে

ব্যাস্ত লালমোহনের কামারপাড়া

অভিশাপ

হামলা ও রক্তচক্ষু উপেক্ষা করে মেহেন্দিগঞ্জে পৌর মেয়রকে হুমকির প্রতিবাদে স্বরনকালের বিক্ষোভ ও প্রতিবাদ সভা।

কালিগঞ্জে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত।

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি কমিটিতে ঝিনাইদহের ৯ ছাত্রনেতা

চরফ্যাশনে সামরাজ নতুন বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় সভাপতি পদে এমরান হোসেন মাদু এগিয়ে।

অবশেষে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিকদের সমস্যা নিরসনে বৈঠক

আশুলিয়ায় দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভা ।